ভাণ্ডারিয়া বিএনপি’র জনসভায় সাবেক ভিপি মাহমুদ হোসেন
দুর্নীতিবাজদের জায়গা এদেশে হবেনা

- আপডেট সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
পিরোজপুর-২ আসনের (স্বরুপকাঠী-কাউখালী-ভাণ্ডারিয়া) বিএনপি থেকে মনোনয় প্রত্যাশী ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন মিয়া বলেছেন, দুর্নীতিবাজদের জায়গা এদেশে হবেনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমলে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। পাতানো নির্বাচনে এমপি হয়ে পিরোজপুর এলজিইডি থেকে ১১শ কোটি আত্মসাৎ করেছে একটি পরিবার । এর কোন হিসেব নেই।
তিনি গতকাল রোববার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা সম্বলিত তারেক রহমানে নির্দেশিত ৩১ দফা লিফলেট বিতরণ উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথ বলেন।
সভায় তেলিখালি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মির্জা গোলাম সরোয়ারের এর সভপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, ভাণ্ডারিয়া পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার জানান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরীফ, দেলোয়ার হোসেন বিপ্লব প্রমূখ।