দুর্বৃত্তের গুলিতে নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের মৃত্যু
 
																
								
							
                                - আপডেট সময় : ৪৩৩ বার পড়া হয়েছে
দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন নড়াইল মল্লিকপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৪৯)। শুক্রবার (১১ মে) রাত ৮টা নাগাদ লোহাগড়া উপজেলার কুন্দশী এলাকার ঘটনা।
উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মোস্তফা কামাল লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলির শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বুক ও পিঠে গুলিবিদ্ধ মোস্তফা কামাল উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।
চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ সাবেক ইউপি মেম্বর আকবর হোসেন লিপনের বাড়িসহ তার লোকজনের ওপর হামলা চালায়। এসময় মঙ্গলহাটা উত্তরপাড়ার পলাশ মোল্লা (৪১) ও ফয়সাল শেখ (২৫) গুলিবিদ্ধ দুইজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
 
																			



















