দেওয়ানগঞ্জ নদী ভাঙ্গনে ঝালোরচর বাজারসহ ব্রীজ ও রাস্তা রক্ষার জোর দাবি

- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ব্যবসা প্রসিদ্ধ ঝালোরচর বাজার, ঝালোরচর সেতু, জামে মসজিদ সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে বিলীন হতে চলেছে। দেওয়ানগঞ্জ উপজেলা সদর হতে উত্তরে সানন্দবাড়ী, ডাংধরা তথা ভারত সীমান্ত পর্যন্ত একমাত্র সড়কটি ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে ঐ গুরুত্বপূর্ণ সেতুর দুপাশের এ্যাপ্রোচে ভাঙন দেখা দিয়েছে। ঝালোরচর জামে মসজিদটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মসজিদটি যে কোন মহুর্তে নদীতে ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি এবং কি জীবনহানি ঘটতে পারে। ব্রহ্মপুত্র নদের দুপাড়ে পূর্ব ঝালোরচর, উত্তর ঝালোরচর, দক্ষিণ ঝালোরচর এবং পশ্চিম ঝালোরচরে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। বাহাদুরাবাদ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছৈমুদ্দিন আহমেদ এ সাংবাদিকদের জানান, বছরের পর বছর এবং কি যুগের পর যুগ ধরে ভাঙন অব্যাহত থাকলেও অদ্যাবধি এই ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে শতশত পরিবার জমিজমা বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অনেকেই এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে কাজের সন্ধানে চলে গেছে।
আজ রোববার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান জানান জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কিছু করা যায় কিনা তা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবেন বলে জানান। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈমুদ্দিন আহমদ ও ইউএনওর সাথে বিস্তারিত কথা বলেন। ভাঙন স্থলে উপস্থিত আঃ লতিফ, মুল্লুক মিয়া, মোহাম্মদ আলী, জহুরুল হক, আবুল কাশেম, আলমাছ, সবুর, নুরুল, জহির, হাফিজুর, হাশর, জহর আলী, আমিনুল, কামাল, শামীম, হামিদুল, বশির সহ অন্যান্যরা সাংবাদিককে জানান, আমরা কোনো ত্রাণ সাহায্য চাই না, আমাদের একমাত্র দাবী ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধ করে ঝালোরচর বাজার, ঝালোরচর ব্রীজ, ঝালোরচর মসজিদ সহ অন্যান্য স্থাপনা রক্ষা করার। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে স্থানীয় প্রশাসন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষে প্রতি জোড় দাবি জানান এলাকাবাসী।