দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচরে আজ বৃহস্পতিবার মাদক বিরোধী সচেতনতা মূলক এক জনসভার আয়োজন করা হয়। জনাব মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব মোঃ সরোয়ার ই আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ সামাদ, সহ সভাপতি ইউনিয়ন বিএনপি সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষকদল শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – যেকোনো উপায়ে মাদক কারবারিদের রুখে দিতে হবে..মাদকের সাথে কোনো আপোষ হবেনা বলেউ জানান তিনি। এজন্য সকলের সহোযোগিতা প্রয়োজন।জেলা সংবাদ মাধ্যম এমন আয়োজন কে সাধুবাদ জানাচ্ছে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এভাবে মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই।