ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

দেরিতে আসা ছাত্রীর পরীক্ষা নেয়া বিবেচনাধীন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানী ঢাকার সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হওয়ায় এক ছাত্রী প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি।
এদিকে কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ওই ছাত্রী একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সি আর আবরার আরও বলেন, তার (ছাত্রী) এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেরিতে আসা ছাত্রীর পরীক্ষা নেয়া বিবেচনাধীন

আপডেট সময় :

চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানী ঢাকার সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হওয়ায় এক ছাত্রী প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি।
এদিকে কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ওই ছাত্রী একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সি আর আবরার আরও বলেন, তার (ছাত্রী) এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।