দেশ ছাড়ার সময় সাংবাদিক দম্পতি রুপা ও শাকিল আটক
- আপডেট সময় : ০৪:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত ফারজানা রুপা এবং শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) ঢাকার আন্তর্জাতিক বিমনবন্দর থেকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেন।
জানা যায়, একাত্তর টিভির প্রধানবার্তা সম্পাদক শাকিল ও তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রুপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়।
তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে (টিকে-৭১৩) ইস্তামবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।
গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ হেড অব নিউজ, ফারজানা রুপা প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।