দৌলতদিয়া ফেরি ঘাটের বিভিন্ন স্থানে ভাঙ্গন, নেই কার্যকরী পদক্ষেপ

- আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া ফেরি ঘাট দেশের ২১ জেলা গুরুত্বপূর্ণ নৌপথ।বর্ষা মৌসুমে প্রতিবছরই এ নোপথের দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় নদী ভাঙ্গ দেখা দেয়।এবছরও সাত নং ফেরি ঘাট এলাকায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে প্রচন্ড ভাঙ্গন দেখা দেয়।
এ ভাঙ্গন স্থানে কিছু বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ফেলা হলেও দৌলতদিয়া অংশের ৩, ৪,৫,৬, ও ৭, নং ফেরি ঘাটের কিছু কিছু স্থানে ভাঙ্গন দেখা দেয়। কিন্তু কতৃপক্ষ আজও সে ভাঙ্গন স্থান গুলোতে কোন বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ফেলেনি।এতে এ স্থানে থাকা ফেরি ঘাট, জনবসতি,ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাঙ্গন হুমকিতে পরেছে। ভাঙ্গন স্থানে কোন ধরনের পদক্ষেপ না নিলে চলতি বর্ষায় স্রোতের কারনে ভাঙ্গন আরো বেগবান হয়ে ভয়াবহ রুপ নিবে বলে জানান স্থানীয়রা।
বিআইডব্লিউটিএ কতৃপক্ষ জানান, ৭ নং ফেরি ঘাটে দুই পাশের ভাঙ্গন স্থানে বালু ভর্তি জিও ব্যাগে বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর কাজ করা করা হয়েছে। তবে ৭ নং ফেরি ঘাট সহ অন্যান্য ঘাট এলাকায় ভাঙ্গন স্থানে বাজেট না পাওয়ায় কাজ শুরু করা হয়নি।বাজেট পেলেই কাজ শুরু করা হবে বলে জানান।