সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় দিনের মতো ধর্ষণের প্রতিবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মার মাগফেরাত কামনা করে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
- আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইলে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা নারী ও শিশু যৌন নিপীড়ন ব্যানারে এ আন্দোলন করছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারেরর সামনে সমবেত হয়ে অবস্থানকর্মসূচী পালন করে। কর্মসূচী চলে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়াও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল নিয়ে। এসময় ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করা হয়। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মার মাগফেরাত কামনা করা লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে এ অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।