সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডা. রফিকুজ্জামান রফিকের গাইবান্ধা সিভিল সার্জনের দায়িত্ব গ্রহন

- আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয় এবং তার স্থলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান রফিক গাইবান্ধার সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব গ্রহন করেছেন।
(০৪ মার্চ) মঙ্গলবার সকালে ডা. রফিকুজ্জামান রফিক সিভিল সার্জনের দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা । গত রবিবার ২৯ জন সিভিল সার্জন পদমর্যাদার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়মসহ নানা কারণে ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গাইবান্ধার সংবাদকর্মীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে।