ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে পরিবর্তনের দাবিতে নেছারাবাদে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলের জনপ্রিয় ও গ্রহণযোগ্য কোনো নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে এটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বরুপকাঠী সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, বারবার জামানত হারানো কোনো বিতর্কিত পরিবারের ব্যক্তিকে তাঁরা পুনরায় প্রার্থী হিসেবে দেখতে চান না। এ ছাড়া বর্তমান মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের জনপ্রিয়তা নিয়েও তারা প্রশ্ন তোলেন।
তাদের দাবি, বর্তমান প্রার্থীর মাধ্যমে পিরোজপুর-২ আসনে বিজয়ের সম্ভাবনা নেই। তাই ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব কোনো নেতাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, “দীর্ঘদিনের কর্মী-সমর্থকদের মতামত মূল্যায়নের উদ্দেশ্যেই আমরা এই মশাল মিছিল আয়োজন করেছি। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি কামনা করছি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল

আপডেট সময় :

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে পরিবর্তনের দাবিতে নেছারাবাদে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলের জনপ্রিয় ও গ্রহণযোগ্য কোনো নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে এটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বরুপকাঠী সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, বারবার জামানত হারানো কোনো বিতর্কিত পরিবারের ব্যক্তিকে তাঁরা পুনরায় প্রার্থী হিসেবে দেখতে চান না। এ ছাড়া বর্তমান মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের জনপ্রিয়তা নিয়েও তারা প্রশ্ন তোলেন।
তাদের দাবি, বর্তমান প্রার্থীর মাধ্যমে পিরোজপুর-২ আসনে বিজয়ের সম্ভাবনা নেই। তাই ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব কোনো নেতাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, “দীর্ঘদিনের কর্মী-সমর্থকদের মতামত মূল্যায়নের উদ্দেশ্যেই আমরা এই মশাল মিছিল আয়োজন করেছি। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি কামনা করছি