ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ধামইরহাটে প্রাচীন কষ্টিপাথরের পার্বতী মূর্তি উদ্ধার, আটক ২

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ এর অভিযানে প্রাচীন কষ্টিপাথরের হিন্দু দেবী পার্বতীর একটি মূর্তিসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পিপিএম-এর নেতৃত্বে উপজেলার হরতকিডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটক করা হয় ধামইরহাট উপজেলার জয়জয়পুর গ্রামের মৃত ছয়েফ উদ্দিন মণ্ডলের ছেলে মো. মাহমুদুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৫)।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীনকালীন এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামইরহাটে প্রাচীন কষ্টিপাথরের পার্বতী মূর্তি উদ্ধার, আটক ২

আপডেট সময় :

নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ এর অভিযানে প্রাচীন কষ্টিপাথরের হিন্দু দেবী পার্বতীর একটি মূর্তিসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পিপিএম-এর নেতৃত্বে উপজেলার হরতকিডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটক করা হয় ধামইরহাট উপজেলার জয়জয়পুর গ্রামের মৃত ছয়েফ উদ্দিন মণ্ডলের ছেলে মো. মাহমুদুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ময়েন উদ্দিনের ছেলে মো. তরিকুল ইসলাম (৩৫)।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীনকালীন এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।