সংবাদ শিরোনাম ::
ধামরাই শহীদ স্মৃতিরক্ষায় নতুন রাস্তার উদ্বোধন

শওকত হোসেন সৈকত, ধামরাই (ঢাকা)
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে ০৫ আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে শহীদ সাদের স্বরনে ধামরাই পৌর শহরের ০১ নং ওয়ার্ডে একটি নতুন রাস্তা শুভ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এ রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। এ সময় শহীদ সাদের মা জাহানারা বেগম,সাদের ভাই আবির হোসেন উপস্থিত ছিলেন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে এ রাস্তার নামকরণ করা হয়েছে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।