ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় সুয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোতালেব হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় গত ১৬-০৭-২৫ তারিখে পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য করে ১০/১২জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা করেন যা মামলা নং ১৮, আজ বুধবার (১৬জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
ইউপি সদস্য মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের মৃত শুকরা মাঝির ছেলে।
মামলার আসামীরা হলেন, সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন ও মোঃ শাহীনসহ ১০/১২ জন অজ্ঞাত । তারা সবাই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।
মামলা সুত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান,দেলধা মৌজায় সরকারী ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখল করে আসছে। গত ২৭/০১/২৫ইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে সাইনেবার্ড লাগিয়ে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি ক্রয়বিক্রি ও ভবন নির্মাণ এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্ম করেন তারা। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল ও ইউপি সদস্য মোতালেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। তার আলোকে থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামী সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় :

ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় সুয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোতালেব হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় গত ১৬-০৭-২৫ তারিখে পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য করে ১০/১২জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা করেন যা মামলা নং ১৮, আজ বুধবার (১৬জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
ইউপি সদস্য মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের মৃত শুকরা মাঝির ছেলে।
মামলার আসামীরা হলেন, সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন ও মোঃ শাহীনসহ ১০/১২ জন অজ্ঞাত । তারা সবাই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।
মামলা সুত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান,দেলধা মৌজায় সরকারী ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখল করে আসছে। গত ২৭/০১/২৫ইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে সাইনেবার্ড লাগিয়ে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি ক্রয়বিক্রি ও ভবন নির্মাণ এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্ম করেন তারা। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল ও ইউপি সদস্য মোতালেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। তার আলোকে থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামী সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।