ধামরাইয়ে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত
- আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে অফিসে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান শুভ (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল সোমবার ঢাকা আরিচা মহাসড়কে জয়পুরা এলাকায় মম ফ্যাশন গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ হাসান শুভ উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের মিজানুর রহমানের ছেলে সে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা এলাকার স্নোটেক্স গার্মেন্টসে চাকরি কারতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাহিদ হাসান শুভ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। মোটরসাইকেল জয়পুরা মম ফ্যাশনের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহম্মেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



















