ধামরাইয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে শ্রীরামপুর বাজার বনিক সমিতির আয়োজনে চাচা গ্রুপ বনাম ভাতিজা গ্রুপের মধ্যে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল বেলা শ্রীরামপুর বাজার খেলার মাঠে চাচ বনাম ভাতিজা গ্রুপের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, এসময় মাদককে না করি, খেলাধুলায় এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে শ্রীরামপুর দরবাড়িয়া গোষ্ঠী উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব সামছুল হক নির্বাহী পরিচালক এসডিআই ।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন সিনেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল ও সাবেক চেয়ারম্যান সুতিপাড়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসমাইল হোসেন, সিনিয়র সহকারী পরিচালক (এসডিআই) এমই।
আরো উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান ।
এ সময় খেলা পরিচালনা করেন জনাব মোঃ চিংগিস হোসেন, খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি সামছুল হক।
এ সময় প্রধান অতিথি বলেন মাদক কে না বলি, খেলাদোলায় এগিয়ে আসি,সুতরাং আমরা খেলাদোলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদনে এগিয়ে আনার লক্ষ্যেই এ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় সবাই জাঁকজমক ভাবে খেলাটি উপভোগ করেছেন ।





















