ধামরাইয়ে সাদ হত্যা মামলায় মোহাদ্দেস হোসেনসহ ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ১২৪ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ৬নং আসামী ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, ধামরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য সানাউল হক সুজন সহ ৫ জন’কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৭ই অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেন আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস ঢাকা উত্তর।
এর আগে সোমবার দিনগত রাত ১২টা সময় আশুলিয়া থানার নবীনগর থেকে সেনাবাহিনীর সহযোগীতায় ধামরাই থানার পুলিশ তাদের কে গ্রেপ্তার করে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ৬ নং এজাহার নামীয় আসামি মোহাদ্দেস হোসেন সহ এরা সবাই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাদের ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।





















