সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে ৪ অপহরণকারী জনতার হাতে আটক পুলিশে সোপর্দ

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৯ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে ৪ জন অপহরণকারী কে আটক করে ও ২ জন ভুক্তভোগী কে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী, ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা গ্রামস্থ সুমনের দোকানের সামনে পাকা রাস্তার উপর সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
জানাযায় অপহরণকারী ভিকটিমদের সামনের দোকানের সামনে গাড়ী থেকে নামিয়ে দিলে ভিকটিমগণরা ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়ীতে থাকা অপহরণকারী ১। রফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত মজিবুর রহমান, সাং- কাশিয়াহাটা, থানা- ধুলট, জেলা- বগুড়া ও ২। মোঃ টুটুল মিয়া (৩০), পিতা- গোলাম হোসেন, সাং- পিরহাটি, থানা- ধুনট, জেলা- বগুড়া দ্বয় কে আটক করে পুলিশে খবর দেয়,পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান সকাল ৭ টা সময় ভিকটিমরা বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া থানাধীন বাইপাইল বাসস্ট্যান্ড এ অপেক্ষা করছিলো এসময় একটি প্রাইভেট কার তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোথায় যাবেন। তারা বগুড়া যাবে জানালে ভাড়া নির্ধারন করে তাদেরকে প্রাইভেট কারে উঠায় এ সময় প্রাইভেট কারে ড্রাইভার সহ ০৪ জন লোক ছিল। ভিকটিমদের গাড়ীতে উঠিয়ে জিরানী পর্যন্ত গিয়ে যাত্রীবেশে থাকা অপহরণকারীরা ভিকটিমদের হাত, চোখ ও মুখ বেধে ফেলে। তাদের সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে নেয়।
এ সময় তারা জিরানী থেকে ধামরাই এলাকায় ঢুকে বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকে এবং বিকাশের মাধ্যমে টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে অত্র থানাধীন চাওনা গ্রামস্থ সুমনের দোকানের সামনে পাকা রাস্তার উপর সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ভিকটিমদের গাড়ীতে থেকে নামিয়ে দেয়। ভিকটিমগণ গাড়ী থেকে নেমে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন গাড়ীতে থাকা অপহরণকারীদের গাড়ীসহ আটক করে গনপিটুনি দেয় এবং গাড়ী রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ ২৯-১৮৫২ ভাংচুর করে। অপহৃত ভিকটিমদের ও অপহরণকারীদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।