নওগাঁ ডিবির নতুন ওসি সাইফুল খুশি
- আপডেট সময় : ১৮২ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন বদলগাছী থানার সাবেক তদন্ত ওসি সাইফুল খুশি। গতকাল শনিবার (৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
সাইফুল খুশি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বদলগাছী থানায় তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, তদন্ত কার্যক্রমে দক্ষতা এবং জনগণের আস্থা অর্জন করেছিলেন। তার কর্মনিষ্ঠা, আন্তরিকতা এবং কঠোর আইন প্রয়োগের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন।
নওগাঁ জেলা ডিবির নতুন দায়িত্ব গ্রহণের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানান। জেলার সাধারণ মানুষের প্রত্যাশা, তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন গতি আসবে।
সাইফুল খুশি যোগদানের পর বলেন, “নওগাঁ জেলা পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম দায়িত্ব। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। জনগণকে সঙ্গে নিয়েই আমরা একটি নিরাপদ নওগাঁ গড়ে তুলতে চাই।”
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন ওসির দক্ষ নেতৃত্বে নওগাঁ জেলা ডিবির কার্যক্রম আরও জোরদার হবে এবং অপরাধীদের আইনের আওতায় এনে জেলাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
নওগাঁবাসীর পক্ষ থেকে সাইফুল খুশিকে অভিনন্দন জানিয়ে সবাই তার সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেছেন।





















