নওগাঁয় ধানের শীষের পক্ষে শান্তিপূর্ণ মিছিল
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন” ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে কর্মী সমর্থকরা এই কর্মসূচি পালন করে। মিছিলটি শহরের তাজের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা, পৌর ও থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরআগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার, গ্রাম ও মহল্লায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। মিছিল সদর উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।
মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা এবং একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়া। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। এই কর্মসূচির মাধ্যমে নওগাঁয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে।
উল্লেখ্য- নওগাঁয় ৬টি আসনের মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন ব্যতিত ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।















