নওগাঁয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক সভা

- আপডেট সময় : ১৪৫ বার পড়া হয়েছে
“তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। তিনি তার বক্তব্যে পরিবেশ সুরক্ষাকে সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন—
“মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ রোধে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং জীববৈচিত্র্য রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, অটো রাইস মিল ও হাস্কিং মিলের মালিক-প্রতিনিধি, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা একসঙ্গে বলেন, পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সমস্যা। নওগাঁবাসীকে এই সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ প্রতিরোধ, প্লাস্টিক ব্যবহার কমানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।