ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

নওগাঁয় প্রিপেইড মিটার বিড়ম্বনায় আন্দোলনে গ্রাহকরা

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিপেড মিটার নিয়ে ভোগান্তিতে পড়েছে নওগাঁর গ্রাহকরা। বিদ্যুৎ বিল সাশ্রয়ী ও নিরাপদ হবে এমন আশ্বাসে স্থাপন করা প্রিপেইড মিটার এখন গ্রাহকদের গলাকাটা হয়েছে। সার্ভিস চার্জ, সহ বিভিন্ন কারন দেখিয়ে মোটা অংকের টাকা কেটে নেওয়ার অভিযোগ করছে গ্রাহকরা। এসব ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। ভুক্তভুগী গ্রাহকরা প্রিপেইড মিটার বাতিলের দাবীতে নেমেছে আন্দোলনে। তবে প্রকল্প পরিচালক বলছে গ্রাহকের অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩ মাস আগে নওগাঁ সদর উপজেলার লস্করপুর পুর এলাকার ঘরে ঘরে লাগানো হয়েছে প্রিপেইড মিটার। প্রথম দিকে এসব মিটারে একটি ব্যালেন্স দেওয়া হয় গ্রাহকদের। কার্ড পদ্ধতিতে টাকা তোলার পর সার্ভিস চার্জ সহ বিভিন্ন খাত দেখিয়ে হাজারে ৪শ থেকে সাড়ে ৪শ টাকা আগেই কেটে রাখছে । ভুক্তভুগী গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটার লাগানোর পর একদিকে দ্বিগুন বিল অন্যদিকে মিটার লক সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আর এসব ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। লস্কর পুর এলাকার একাধিক বাসিন্দা জানান, বিদ্যুত অফিস থেকে লোকজন এসে আগের মিটার খুলে জোর পুর্বক এসব মিটার লাগিয়ে যায়। আমরা বাধা দিলে তারা আমাদের হুমকি দেয়।
কোন প্রকার নোটিশ ছাড়াই প্রিপেইড মিটার লাগানোর এ প্রক্রিয়া কে অস্চ্ছ দাবী করে আসছে নওগাঁ বিদ্যুত গ্রাহক সার্থরক্ষা কমিটি। ক্রুটি পুর্ন প্রিপেইড মিটার বন্ধের দাবীতে নেসকো অফিষ ঘেড়াও সহ চলছে সভা সমাবেশ । নওগাঁ জেলা বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি আহবায়ক মো: সাজু আহম্মেদ বলেন, আমরা আগে শুনানীর কথা বলে তারপর মিটার স্থাপনের কথা বলেছি। তারা (নেসকো) আমাদের কথা দিয়েছিল কিন্ত কথা রাখেনি। তারা আমাদের সাথে প্রতারনা করে রাতের আধারে জোর করে এসব মিটার লাগানোর কাজ করছে।
এ কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদিন মুকুল বলেন, এ মিটার আসলে ক্রুটিপুর্ন। আমরা চাই আধুনিক প্রযুক্তির নামে গলাকাটা এ প্রজেক্ট বাতিল করা হোক। মাহবুব আলম সোহাগ নামের আরো এক আন্দোলন কারী বলেন, এটা বিগত আওয়ামী শাষনের জালিয়াতি প্রজেক্ট এটা কখনো জনগনের কল্যানে করা হয়নি।
প্রিপেইড মিটার প্রজেক্ট নেসকো প্রকল্প পরিচালক মো: হাসিবুর রহমান, তবে ভুক্তভুগী গ্রাহকদের অভিযোগ ক্ষতিয়ে দেখে প্রিপেইড মিটার যুগউপযোগী করার আশ্বাস প্রকল্প পরিচালকের।
চলতি বছর নওগাঁ সদর উপজেলায় বাসাবাড়ী মিলকারখানায় ১২ হাজার প্রিপেইড মিটার স্থাপন করেছে নেসকো।
নর্দান ইলেট্রিসিটি সাপ্লাই নেসকো বলছে জেলায় তাদের গ্রাহক রয়েছে ৭৫ হাজার।এসব গ্রাহকের মাঝে সরবরাহ করা হচ্ছে এই প্রিপেইড মিটার। স্মাট বাংলাদেশ গড়তে প্রযুক্তির কোন বিকল্প নেই কিন্ত সেই প্রযুক্তি জনবান্ধব ওকল্যান কর করার দাবী বিশিষ্টজনদের ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় প্রিপেইড মিটার বিড়ম্বনায় আন্দোলনে গ্রাহকরা

আপডেট সময় :

প্রিপেড মিটার নিয়ে ভোগান্তিতে পড়েছে নওগাঁর গ্রাহকরা। বিদ্যুৎ বিল সাশ্রয়ী ও নিরাপদ হবে এমন আশ্বাসে স্থাপন করা প্রিপেইড মিটার এখন গ্রাহকদের গলাকাটা হয়েছে। সার্ভিস চার্জ, সহ বিভিন্ন কারন দেখিয়ে মোটা অংকের টাকা কেটে নেওয়ার অভিযোগ করছে গ্রাহকরা। এসব ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। ভুক্তভুগী গ্রাহকরা প্রিপেইড মিটার বাতিলের দাবীতে নেমেছে আন্দোলনে। তবে প্রকল্প পরিচালক বলছে গ্রাহকের অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩ মাস আগে নওগাঁ সদর উপজেলার লস্করপুর পুর এলাকার ঘরে ঘরে লাগানো হয়েছে প্রিপেইড মিটার। প্রথম দিকে এসব মিটারে একটি ব্যালেন্স দেওয়া হয় গ্রাহকদের। কার্ড পদ্ধতিতে টাকা তোলার পর সার্ভিস চার্জ সহ বিভিন্ন খাত দেখিয়ে হাজারে ৪শ থেকে সাড়ে ৪শ টাকা আগেই কেটে রাখছে । ভুক্তভুগী গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটার লাগানোর পর একদিকে দ্বিগুন বিল অন্যদিকে মিটার লক সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আর এসব ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। লস্কর পুর এলাকার একাধিক বাসিন্দা জানান, বিদ্যুত অফিস থেকে লোকজন এসে আগের মিটার খুলে জোর পুর্বক এসব মিটার লাগিয়ে যায়। আমরা বাধা দিলে তারা আমাদের হুমকি দেয়।
কোন প্রকার নোটিশ ছাড়াই প্রিপেইড মিটার লাগানোর এ প্রক্রিয়া কে অস্চ্ছ দাবী করে আসছে নওগাঁ বিদ্যুত গ্রাহক সার্থরক্ষা কমিটি। ক্রুটি পুর্ন প্রিপেইড মিটার বন্ধের দাবীতে নেসকো অফিষ ঘেড়াও সহ চলছে সভা সমাবেশ । নওগাঁ জেলা বিদ্যুত গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি আহবায়ক মো: সাজু আহম্মেদ বলেন, আমরা আগে শুনানীর কথা বলে তারপর মিটার স্থাপনের কথা বলেছি। তারা (নেসকো) আমাদের কথা দিয়েছিল কিন্ত কথা রাখেনি। তারা আমাদের সাথে প্রতারনা করে রাতের আধারে জোর করে এসব মিটার লাগানোর কাজ করছে।
এ কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদিন মুকুল বলেন, এ মিটার আসলে ক্রুটিপুর্ন। আমরা চাই আধুনিক প্রযুক্তির নামে গলাকাটা এ প্রজেক্ট বাতিল করা হোক। মাহবুব আলম সোহাগ নামের আরো এক আন্দোলন কারী বলেন, এটা বিগত আওয়ামী শাষনের জালিয়াতি প্রজেক্ট এটা কখনো জনগনের কল্যানে করা হয়নি।
প্রিপেইড মিটার প্রজেক্ট নেসকো প্রকল্প পরিচালক মো: হাসিবুর রহমান, তবে ভুক্তভুগী গ্রাহকদের অভিযোগ ক্ষতিয়ে দেখে প্রিপেইড মিটার যুগউপযোগী করার আশ্বাস প্রকল্প পরিচালকের।
চলতি বছর নওগাঁ সদর উপজেলায় বাসাবাড়ী মিলকারখানায় ১২ হাজার প্রিপেইড মিটার স্থাপন করেছে নেসকো।
নর্দান ইলেট্রিসিটি সাপ্লাই নেসকো বলছে জেলায় তাদের গ্রাহক রয়েছে ৭৫ হাজার।এসব গ্রাহকের মাঝে সরবরাহ করা হচ্ছে এই প্রিপেইড মিটার। স্মাট বাংলাদেশ গড়তে প্রযুক্তির কোন বিকল্প নেই কিন্ত সেই প্রযুক্তি জনবান্ধব ওকল্যান কর করার দাবী বিশিষ্টজনদের ।