ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ১২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁ জেলা বিএনপি উদযাপন করেছে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
দিনের শুরুতে সকাল ৭টায় নওগাঁ শহরের কেডির মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টার দিকে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের নওজোয়ান মাঠে সমবেত হন।
দুপুর ১২টা ৩০ মিনিটে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেডির মোড়ের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এইচ খান মানিক, নুরে আলম মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা জিয়া সংসদের আহ্বায়ক সেতু মৈত্রী, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার দল। এ দলকে নিষ্পেষণ করা গেলেও ধ্বংস করা যাবে না।” সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করব। বিএনপির প্রতিটি কর্মীই আন্দোলনের সৈনিক।”
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, নওগাঁ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নিবেদিতপ্রাণ নেতা মাসুদ হাসান তুহিন। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। নওগাঁ জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
পরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৬ দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় :

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁ জেলা বিএনপি উদযাপন করেছে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।
দিনের শুরুতে সকাল ৭টায় নওগাঁ শহরের কেডির মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টার দিকে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের নওজোয়ান মাঠে সমবেত হন।
দুপুর ১২টা ৩০ মিনিটে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেডির মোড়ের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এইচ খান মানিক, নুরে আলম মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা জিয়া সংসদের আহ্বায়ক সেতু মৈত্রী, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার দল। এ দলকে নিষ্পেষণ করা গেলেও ধ্বংস করা যাবে না।” সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের অধিকার আদায়ে কাজ করব। বিএনপির প্রতিটি কর্মীই আন্দোলনের সৈনিক।”
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, নওগাঁ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নিবেদিতপ্রাণ নেতা মাসুদ হাসান তুহিন। তিনি বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। নওগাঁ জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
পরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৬ দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে।