ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ৪৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। জেলার পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা স্থানীয় প্রশাসন, বন বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে তিনি ফিতা কেটে এবং ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এর আগে শহরের এটিম মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং নওগাঁ নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব জীবনযাপনে এ ধরনের মেলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
পরে অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নার্সারি মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারিগুলো এবার মেলায় অংশ নিয়েছে। মেলাপ্রাঙ্গণে ফলজ, বনজ, ঔষধি, ভেষজ ও বাহারি ফুলের গাছসহ ৪০টিরও বেশি স্টল বসেছে। এতে কৃষক, পরিবেশপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মেলাপ্রাঙ্গণ।
সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগ আশাবাদী, এই বৃক্ষমেলা জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং গাছ লাগানোর প্রবণতা আরও জোরদার করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

আপডেট সময় :

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। জেলার পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা স্থানীয় প্রশাসন, বন বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে তিনি ফিতা কেটে এবং ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এর আগে শহরের এটিম মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং নওগাঁ নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব জীবনযাপনে এ ধরনের মেলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
পরে অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নার্সারি মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারিগুলো এবার মেলায় অংশ নিয়েছে। মেলাপ্রাঙ্গণে ফলজ, বনজ, ঔষধি, ভেষজ ও বাহারি ফুলের গাছসহ ৪০টিরও বেশি স্টল বসেছে। এতে কৃষক, পরিবেশপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মেলাপ্রাঙ্গণ।
সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
নওগাঁ জেলা প্রশাসন ও বন বিভাগ আশাবাদী, এই বৃক্ষমেলা জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং গাছ লাগানোর প্রবণতা আরও জোরদার করবে।