নওগাঁর পত্নীতলায় বিএনপির বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে ঐতিহাসিক দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই রালিতে প্রায় দশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় নজিপুর পাবলিক মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালিবের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা,এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.মোকসেদুল হক সিরি এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক জাবেদ মিজান,মো.আব্দুল্লাহ আল মাসুম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ,সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টুসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা দলের ইতিহাস, গৌরব ও সাফল্য নিয়ে আলোচনা করেন।