ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নগরকান্দায় পৌরসভার কর্মচারী কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিককে প্রকাশ্যে অশালীন ও অস্রাব্য ভাষায় গালাগাল করে সমালোচনার ঝড় তুলেছেন ফরিদপুরের নগরকান্দা পৌরসভার এক চতুর্থ শ্রেণির কর্মচারী। সড়ক নির্মাণকাজের অনিয়ম ধরতে গিয়ে এমন অশোভন আচরণের শিকার হন স্থানীয় এক সাংবাদিক।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জগদিয়া গ্রামে ।
অভিযুক্ত কর্মচারীর নাম মোসলেম উদ্দিন, তিনি পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত। ইতোমধ্যেই সাংবাদিককে গালাগাল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মোসলেম উদ্দিন সাংবাদিককে উদ্দেশ্য করে প্রকাশ্যে অস্রাব্য ভাষায় কথা বলছেন (যা ভাষায় প্রকাশযোগ্য নয়)।
ভুক্তভোগী দৈনিক জনকণ্ঠ ও নগরকান্দা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু বলেন, “সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সড়ক ঢালাইয়ে অনিয়ম হচ্ছে। আমি সেখানে গিয়ে দেখি ঢালাইয়ের কাজ চলছে, কিন্তু পৌর প্রকৌশলীর কেউ উপস্থিত নেই।
তখন মোসলেম নামে এক কর্মচারীকে বিষয়টি জানালে সে হঠাৎই আমাকে অশালীন ভাষায় গালাগাল শুরু করে।”
তিনি আরও জানান, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে এমন অসম্মানজনক ঘটনার শিকার হওয়ায় তিনি ক্ষুব্ধ ও মর্মাহত।
এ বিষয়ে অভিযুক্ত মোসলেম উদ্দিন স্বীকার করে বলেন, “সাংবাদিক আমার সমবয়সী মানুষ, তাই রাগের মাথায় ওই কথাটা বলে ফেলেছি। আমি স্বীকার করছি এটা আমার ভুল হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে এমন আচরণ করা উচিত হয়নি, আমি দুঃখিত।”
নগরকান্দা পৌরসভার প্রকৌশলী লুৎফর রহমান রানা বলেন, “বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আমি কাজের স্থানে ছিলাম। পরে ব্যক্তিগত কারণে চলে আসি। আমার অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে। সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
তিনি আরও জানান, পৌর প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে এবং মঙ্গলবার সকালে এ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
নগরকান্দা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, “আমি ভিডিওটি পেয়েছি। পৌরসভার অফিস সহায়ক মোসলেম উদ্দিন সাংবাদিকের সঙ্গে যেভাবে কথা বলেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দায় পৌরসভার কর্মচারী কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

আপডেট সময় :

সাংবাদিককে প্রকাশ্যে অশালীন ও অস্রাব্য ভাষায় গালাগাল করে সমালোচনার ঝড় তুলেছেন ফরিদপুরের নগরকান্দা পৌরসভার এক চতুর্থ শ্রেণির কর্মচারী। সড়ক নির্মাণকাজের অনিয়ম ধরতে গিয়ে এমন অশোভন আচরণের শিকার হন স্থানীয় এক সাংবাদিক।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জগদিয়া গ্রামে ।
অভিযুক্ত কর্মচারীর নাম মোসলেম উদ্দিন, তিনি পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত। ইতোমধ্যেই সাংবাদিককে গালাগাল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মোসলেম উদ্দিন সাংবাদিককে উদ্দেশ্য করে প্রকাশ্যে অস্রাব্য ভাষায় কথা বলছেন (যা ভাষায় প্রকাশযোগ্য নয়)।
ভুক্তভোগী দৈনিক জনকণ্ঠ ও নগরকান্দা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু বলেন, “সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সড়ক ঢালাইয়ে অনিয়ম হচ্ছে। আমি সেখানে গিয়ে দেখি ঢালাইয়ের কাজ চলছে, কিন্তু পৌর প্রকৌশলীর কেউ উপস্থিত নেই।
তখন মোসলেম নামে এক কর্মচারীকে বিষয়টি জানালে সে হঠাৎই আমাকে অশালীন ভাষায় গালাগাল শুরু করে।”
তিনি আরও জানান, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে এমন অসম্মানজনক ঘটনার শিকার হওয়ায় তিনি ক্ষুব্ধ ও মর্মাহত।
এ বিষয়ে অভিযুক্ত মোসলেম উদ্দিন স্বীকার করে বলেন, “সাংবাদিক আমার সমবয়সী মানুষ, তাই রাগের মাথায় ওই কথাটা বলে ফেলেছি। আমি স্বীকার করছি এটা আমার ভুল হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে এমন আচরণ করা উচিত হয়নি, আমি দুঃখিত।”
নগরকান্দা পৌরসভার প্রকৌশলী লুৎফর রহমান রানা বলেন, “বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আমি কাজের স্থানে ছিলাম। পরে ব্যক্তিগত কারণে চলে আসি। আমার অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে। সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
তিনি আরও জানান, পৌর প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে এবং মঙ্গলবার সকালে এ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
নগরকান্দা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, “আমি ভিডিওটি পেয়েছি। পৌরসভার অফিস সহায়ক মোসলেম উদ্দিন সাংবাদিকের সঙ্গে যেভাবে কথা বলেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”