নবীনগরে যুবদল নেতার ওপর হামলায় নিন্দা
- আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান।
আজ শনিবার সাংবাদিকদেরকে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “একজন রাজনীতিবিদের উপর এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত।”
তিনি আরও বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। প্রশাসনকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।”
অ্যাডভোকেট মান্নান আহত যুবনেতা মফিজুর রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানান।
তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য,শুক্রবার রাতে আনুমানিক ৮টার দিকে পদ্মপাড়া নিজ বাড়ির সামনে বিএনপি নেতা ও যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।


















