নবীনগরে সলিমগঞ্জ দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
“শিক্ষা সততা শৃঙ্খলা” এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দিগন্ত প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অতিথিবৃন্দ ও শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।দিগন্ত প্রি- ক্যাডেট স্কুল এর মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত এবং খেলাধুলা সহ ১২৪ জন শিক্ষার্থীদের কে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়ার মাধ্যমে অনুপ্রেরনা প্রদান করেন।
সলিমগঞ্জ দিগন্ত প্রি ক্যাডেট স্কুলের সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে ও জাতীয় সংগীত গেয়ে শুভসূচনার মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন।
উদ্বোধক ছিলেন ইসলামি ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো.জাহাঙ্গীর জলিল।থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ এর প্রানবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল,বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম,মাইন উদ্দিন আহমেদ মঈন,নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন,শিক্ষক জাবিদ আল মুয়াজ প্রমুখ।বক্তারা বলেন,শিক্ষার্থীদের কে লেখাপড়ায় মনোযোগী হতে হবে,তাহলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব। পাশাপাশি তাদের কে নীতিনৈতিকতা বিষয়েও ছোট থেকেই শিক্ষা নেওয়া আবশ্যক,তাহলেই শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী,দিগন্ত প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সৈয়দ হোসেন,আব্দুল ওয়াদুদ বকুল,দিগন্ত প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার, সমাজসেবক হাবিবুর রহমান শিশু,সলিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু সাদেক স্বপন,বোরহান উদ্দিন শিকদার,সমাজসেবক মাঈন উদ্দিন সহ অন্যান্যারা।


















