নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

- আপডেট সময় : ১৪৫ বার পড়া হয়েছে
নরসিংদী প্রিপারেটরি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সোমবার (২৩ জুন) কলেজ অডিটরিয়ামে (২য় তলায়) অনুষ্ঠিত হয়। নরসিংদী প্রিপারেটরি কলেজের অধ্যক্ষ ফারহানা নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রিপারেটরি কলেজের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রিপারেটরি কলেজের শিক্ষক আলতাফ মাহমুদ, মো: আবু কাউসার, মো: সুমন গাজী ও মঈনুল ইসলাম মিরু প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততা, অধ্যবসায় ও নৈতিকতাই জীবনের মূল চাবিকাঠি। পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যেকোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। তাই আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ রেখে কাজ করতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় তাদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়।