নরসিংদীতে বন্ধু চিরদিন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী
- আপডেট সময় : ১৬৬ বার পড়া হয়েছে
মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু চিরদিন”-এর উদ্যোগে গতকাল শুক্রবার নরসিংদীর মনোহরদী পৌর এলাকায় ব্রহ্মপুত্র নদের উভয় তাঁরে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে শতাধিক বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া আঙুর-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পৌর এলাকার থানার পশ্চিম-দক্ষিন কোন থেকে শশ্মশান ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পূর্ব ও পশ্চিম তীরে শতাধিক ফলজ, বনজ ও ওষধি বৃক্ষের চারা রোপন ও জনসাধারনের মাঝে বিতরণ করা হয়। এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপন অপরিহার্য হয়ে দাড়িয়েছে। তিনি প্রত্যেক কে জাতীয় এই কর্মসূচীতে অংশগ্রহন করে গাছের চারা রোপণ ও বিতরণ করতে আহবান জানান। সাধারণ সম্পাদক বলেন, “প্রত্যেকটি গাছ পাখি ও প্রানীদের জন্য একটি জীবন, একটি অক্সিজেন কারখানা ও একটি আশ্রয়স্থল। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ব্রখতে বৃক্ষ একটি বৃক্ষরোপণ কার্যকরী ভূমিকা রেখে চলেছে। তাই বন্ধু চিরদিন” অতীব গুরুত্বের সাথে এই কর্মসূচী পালন করছে এবং অন্যদের উৎসাহিত করছে। এ সময় সংগঠনের সহ-সভাপতি সামসুল আলম খোকা, কোষাধ্যক্ষ অধ্যাপিকা মাহমুদা নাছরিন শিউলী, পরিতোষ চন্দ্র দে, ফকির শামসুল হক মিঠু, আতাউর রহমান, রমিজা বেগম, ওমর ফারুক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম সরকার দোলন, এডভোকেট আবদুল হান্নান শেখ, ব্যাংকার শেখ বিলকিছ আক্তার মুনমুন, বন কর্মকর্তা মোঃ আসাদুল হক রতন, শফিকুল ইসলাম নাজমূল, বদরুল ইসলাম মোল্লা বাবুল, গোলাম মোস্তফা, কবি দেলোয়ার হোসেন, শিপন সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


















