নরসিংদীতে ১৭ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক, পরিবারের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ২০২ বার পড়া হয়েছে
নরসিংদীর মাধবদীতে অটোরিকশাচালক মো. রমজান আলী (৩২) নিখোঁজের ১৭ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম আতঙ্ক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। রমজান আলীকে দ্রুত উদ্ধারের দাবিতে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার।
মাধবদীর রাইনাদী এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রমজান আলীর স্ত্রী, সন্তান, বড় ভাই ও বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা নিখোঁজ রমজানকে জীবিত অবস্থায় ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কান্নাজড়িত কণ্ঠে রমজান আলীর মা জানান, ২১ জুন রাতে আমার ছেলে অটোরিকশা ভাড়া করে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে ফিরে পেলে আমার কলিজা ঠান্ডা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত রমজান আলীর বড় ভাই বলেন, “ঘটনার পরদিন ২২ জুন আমরা মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করি, কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বারবার থানায় যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছি না।
রমজান আলীর বোন বলেন, ‘আমার ভাইকে জীবিত অথবা মৃত যেকোনো অবস্থায় ফেরত চাই।
পরিবারের পক্ষ থেকে উত্থাপিত ব্যানারে লেখা ছিল, “দ্রুত মোঃ রমজান আলীর সন্ধান দিন, পলাতক সন্দেহভাজনকে গ্রেফতার করুন, পরিবারকে আইনি সহায়তা দিন” এবং “একজন মানুষের জীবনের মূল্য যেন রাষ্ট্রে ভুলে না যায়”।
এই অসহায় পরিবারটি তাদের একমাত্র অবলম্বনকে ফিরে পেতে দেশের সরকার এবং সকল স্তরের মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে। রমজান আলীর শিশু সন্তানকে কোলে নিয়ে তার স্ত্রীর আহাজারি উপস্থিত হৃদয়কে নাড়া দেয়। দ্রুততম সময়ের মধ্যে রমজান আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।



















