সংবাদ শিরোনাম ::
নাটোর বড়াইগ্রামে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে
নাটোরে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। আলাউদ্দিন সুমন (৩২) নামের এক যুবক নিজেকে পুলিশের এএসআই পরিচয়ে বড়াইগ্রাম থানার কামারদহ গ্রামের কালাম সরদার এর বাড়ীতে যায় এবং বাংলাদেশ রেলওয়েতে টিটিই পদে ৩ লাখ টাকায় বিনিময়ে চাকরী দেবার কথা জানায়।
খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে আলাউদ্দিন সুমনকে জ্ঞাসাবাদে পুলিশ বুঝতে পারে সুমন পুলিশ বাহিনীর সদস্য নয়, ভুয়া পুলিশ সেজে প্রতারণাপূর্বক টাকা আত্মসাৎ এর চেষ্টা করছে। পুলিশ আলাউদ্দিনকে আটক করে এবং তার কাছ থেকে একটি পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করে। তার বাড়ি ফেনী সদর থানার দক্ষিন সহদেবপুরে।
এ ঘটনায় মো: কালাম সরদার বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।