ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

 স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নাটোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নাটোরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। যদিও দিবসটি পালনের নির্ধারিত দিন ১ অক্টোবর, তবে দুর্গাপূজার কারণে গতকাল মঙ্গলবার (৭) অক্টোবর) সকাল ১০ টার সময় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় নাটোর  ও জেলা প্রবীণ হিতৈষী সংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়েছে ।
 একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্য সামনে নিয়ে, সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সভাপতি আসমা শাহীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবুল হায়াত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রবীণ হেতৈষী  সংঘ নাটোর জেলা শাখা সভাপতি এডভোকেট আব্দুল ওহাব, আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও প্রবীণ ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তাগনেরা বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানের আলো আগামী প্রজন্মের পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে। তাই তাঁদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
জেলা প্রশাসক সভাপতি আসমা শাহীন বলেন, “সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাঁদের সেবা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভায় বক্তারা পরিবারভিত্তিক যত্ন, প্রবীণ ভাতা বৃদ্ধি ও প্রবীণ-বান্ধব সমাজ গঠনে সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট সময় :
নাটোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নাটোরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। যদিও দিবসটি পালনের নির্ধারিত দিন ১ অক্টোবর, তবে দুর্গাপূজার কারণে গতকাল মঙ্গলবার (৭) অক্টোবর) সকাল ১০ টার সময় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় নাটোর  ও জেলা প্রবীণ হিতৈষী সংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়েছে ।
 একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্য সামনে নিয়ে, সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সভাপতি আসমা শাহীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবুল হায়াত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রবীণ হেতৈষী  সংঘ নাটোর জেলা শাখা সভাপতি এডভোকেট আব্দুল ওহাব, আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও প্রবীণ ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তাগনেরা বলেন, “প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানের আলো আগামী প্রজন্মের পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে। তাই তাঁদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
জেলা প্রশাসক সভাপতি আসমা শাহীন বলেন, “সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাঁদের সেবা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভায় বক্তারা পরিবারভিত্তিক যত্ন, প্রবীণ ভাতা বৃদ্ধি ও প্রবীণ-বান্ধব সমাজ গঠনে সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।