নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

- আপডেট সময় : ০৭:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
নাটোরে বর্ণাঢ্য র্যালি বেলুন উড়ানো ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়ছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সামনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বর্ণাঢ্য র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজন ও নাটোর পৌরসভার সহযোগিতায় কানেও সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন। সাধারণ শাখা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার রেজওয়ানুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আক্তার জাহান সাথী, নির্বাহী পৌকৌশলী এলজিইডি, রেজাউর রহমান,পৌরসভা নির্বাহী কর্মকতা রবিউল হক, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মিম সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তাগনেরা বলেন জাতীয় স্থানীয় সরকার সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্য সেবা প্রদান কার্যক্রম আরো গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি পাবে। সেবার পরিধিতে গতিসঞ্চার হবে স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরো জোরদার হবে।পদ্ধতি সম্পর্কে জনের সততা না বৃদ্ধি পাবে পরিধিতে গতি সঞ্চার হবে স্থানীয় সরকার ব্যবস্থায় সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তর গুলোর সাথে জনগণের মেলবন্ধন হবে। সুদৃঢ হবে।