নাটোরে স্বেচ্ছাসেক দলের নব গঠিত কমিটির আনন্দ মিছিল

- আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
নাটোরে স্বেচ্ছাসেক দলের নব গঠিত কমিটি অনুমোদন দেওয়ায় তারেক রহমান কে শুভেচ্ছা ও আনন্দ মিছিল করেছে নাটোর স্বেচ্ছাসেবক দল। গতকাল দুপুরে নব গঠিত স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নাটোর শহরের ষ্টেশন বাজার থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।
এসময় বক্তাগনেরা বলেন, তারেক রহমান নাটোরে স্বেচ্ছাসেবক দলের যে নতুন কমিটি দিয়েছে সেই কমিটি যেন ভালো করে দল চালাতে পারে সেই দিকে সবার নজর দিতে বলেন। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান চৌধুরি, বাবুল, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম, নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার,যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজন, সদস্য সচিব জহির হোসেন জহির, যুগ্ন আহবায়ক মাসুদ রানা সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।