নাটোরে ৭ দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু ট্রাফিক সেবা সপ্তাহ ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আজ থেকে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ট্রাফিক সেবা সপ্তাহ।
গতকাল ২৪ নভেম্বর সকালে মাদ্রাসার মোড়ে নাটোর জেলা পুলিশের আয়োজনে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি বক্তব্যে বলেন প্রতিবছর সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে ৫৫ হাজারের বেশি মানুষ মারা যান যেটি যেকোনো সহিংসতার চাইতে বেশি। একটা দুর্ঘটনা আমার জীবনে যে ক্ষতি বয়ে আনে, তা অন্য যে কোন ক্ষতির চাইতে বেশি। একটা দুর্ঘটনা একটা জীবন, একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। সুন্দর, সুস্থ জীবনের জন্য আমাদের সচেতনার বিকল্প নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মোঃ ইফতে খায়ের আলম এর সার্বিক পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাব সিরাজ উদ -দ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বারী মির্জা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নাটোর জেলা শাখা সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান খান আসাদ।
পরে মাদ্রাসা মোড় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি আলোচনা সভা করা হয়।
২৪ থেকে ৩০নভেম্বর পর্যন্ত ট্রাফিক সেবা সপ্তাহে সচেতনতামুলক লিফলেট বিতরণ, যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, শহরের রাস্তাকে ওয়ানওয়ে সহ নানা কর্মসূচি পালন করবে নাটোর জেলা পুলিশ। আরো উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক মটর শ্রমিক পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।


















