নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল ফেনীর আদালতে ৩ জনের ১৪ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে লক্ষ টাকা করে জরিমানা প্রদান

- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে ১৮৫ /১২ ইং মামলায় আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান গতকাল সোমবার উক্ত মামলার তিনজন আসামির প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা করে জরিমানার রায় প্রদান করেন।
ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল আদালতের বিচারক নারী শিশু নির্যাতন মামলা নাম্বার ১৮৫/১২ ইং এর রায় প্রদান কালে উক্ত রায় প্রদান করেন।
উক্ত মামলার বাদী জয়নাল আবেদীন ভুইয়া এজহারে উল্লেখ করেন যে গত ২৬/৬/২০১২ ইং তারিখে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট পড়ুয়া শিক্ষার্থী তার পুএকে সিএনজি যোগে যাওয়ার সময় পথরোধ করে ফেনী ক্যাডেট কলেজের সামনের রাস্তা হতে উক্ত মামলার এক নাম্বার আসামি আবু তৈয়বের নেতৃত্বে তার সহযোগীরা সিএনজি থেকে তার শিক্ষার্থী পুএকে জোরপুর্বক অপহরন করে মাইক্রো যোগে নেত্রকোনা নিয়ে যায়।
এ ঘটনায় শিক্ষার্থীর পিতা জয়নাল আবেদীন ভুইয়া বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা ৭২ তাং ২৭ /০৬ /২০১২ইং দায়ের করেন।
উল্লেখিত দায়ের কৃত মামলায় ফেনী থানার পুলিশ ঢাকা বিমানবন্দর এলাকা থেকে উক্ত আসামী আবু তৈয়ব কে গ্রেফতার পুর্বক ভিকটিমকে আসামির কবল থেকে উদ্ধার করে ফেনী মডেল থানায় নিয়ে আসে। ভিকটিম সিনিয়র জুডিশিয়াল আদালত ফেনীতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন। পরে তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ আব্দুস সালাম আদালতে চারজন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত /০৩ ) এর ৭/৩০ ধারায় অপরাধ প্রামিনিত অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এ মামলায় আটজন স্বাক্ষীর সাক্ষ আদালতে প্রদান করেন।
১৮ ই আগষ্ট – ২০২৫ ইং সোমবার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল এর বিচারক চারজন আসামির মধ্যে ১ নং আসামী আবু তৈয়ব , ২নং আসামী শহিদুল ইসলাম প্রকাশ বাপ্পি ৩, নং আসামী আব্দুর রহিম প্রকাশ সজিবকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা রায় প্রদান করেন এবং চার নং আসামী সবুজকে খালাস প্রদান করেন ।
বাদী কতৃক মনোনীত বিজ্ঞ আইনজীবী মোঃ শহিদুল ইসলাম ভুইয়া সেলিম আদালতে উক্ত মামলা পরিচালনা করেন ।