নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয়

- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক নিত্য পণ্য দ্রব্য মূল্য উর্দ্ধগতির কারণে নায্য বাজার মূল্যের বিনিময়ে নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে
পণ্য সরবরাহ এ্যাসোসিয়েশন ফর হিউম্যান নীডস ডেভলপমেন্ট প্রস্তাবিত। দুঃস্থ মানব সেবা সংস্থা (প্রক্রিয়াধীন) উপশহর, হাউসিং এস্টেট, বোয়ালিয়া,রাজশাহী ও দিশা মহিলা উন্নয়ন সমিতির নাটোর , উপদেষ্টা ও জেলা বিএনপির মহিলা দলের সিনিয়র সভাপতি সুফিয়া খানম এর সহযোগিতায় গরীব অসহায় দুঃস্থ নারী পুরুষ প্রায় দুই শত জনকে মাসে দুইবার করে তিন বছর এই ন্যায্য বাজারের মধ্যে চাউল, ডাউল ও সয়াবিন তেলসহ সাত রকমের পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে।
গতকাল ২০ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নাটোর মাদ্রাসা মোড় নারায়ণকান্দি( নবীনগর) রায়হান প্রামানিকের বাড়িতে নাহার ফুড প্রোডাক্টস এর সভাপতি আবুবক্কার এই কার্যক্রম পরিচালনা করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সভাপতি ও দিশা মহিলা উন্নয়ন সমিতি , উপদেষ্টা সফিয়া খানম। আরো উপস্থিত ছিলেন নাহার ফুড প্রোডাক্টস এর কোষাধক্ষ্য শান্তি,খাতুন, নাহার ফুড প্রোডাক্টসের ইন চার্জ নাটোর জেলার মোস্তাফিজুর রহমান বাবলু ব্যবসায়ী বুলবুলিআরা লাকী , ব্যবসায়ী সুমনা বেগম, ছাত্রনেত্রী আজমিরা সুলতানা সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিশা মহিলা উন্নয়ন সমিতি নাটোর উপদেষ্টা ও বিএনপির মহিলা দলের সিনিয়র সভাপতি সুফিয়া খানম। একজন সমাজসেবক হওয়ায় বিভিন্ন সময় সমাজের গরীব অসহায় ও নিন্ম আয়ের মানুষের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতেই
তার এই মহৎ উদ্যোগ ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয় প্রথম প্যাকেজ পণ্যের নামের তালিকা নিম্নে দেয়া হলো, সোয়াবিন তেল, ডাউল, চিনি গুড়া চাল, আটা, ডিটারজেন্ট পাউডার, লবণ ও সরিষার তেল।