নিয়ামতপুরে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
“নিজ আঙিনা পরিষ্কার রাখি-ডেঙ্গুমুক্ত নিয়ামতপুর গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফয়সাল নাহিদ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ উপজেলা প্রেসক্লাবের সদস্য মামুন প্রমুখ।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, স্থানীয় সরকারের দিক নির্দেশনায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।