নিয়ামতপুরে বিএনপির মহাসচিবের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শনিবার সাড়ে ৫টায় দলীয় কার্যালয়ে এ দোয়া মহাফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে দোয়া, মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, আলহাজ¦ আরিফ কাওসার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-যুব বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন, কার্যকারী সদস্য সামাদ সোনার প্রমূখ।
আলোচনা শেষে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।