নিরাপত্তার কারণে ট্রেনপরিষেবা চালু হয়নি: ডিজি
- আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (২৫ জুলাই) পাঁচঘন্টার জন্য চারটি জেলায় কমিউটার ও লোকাল ট্রেন পরিষেবা চালুর বার্তা দিয়েছিলো রেলভবন। বলা হয়েছিলো স্বল্প দূরত্বে অর্থাৎ ঢাকা-টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা-নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণণবাড়িয়ার মধ্যে ট্রেনপরিষেবা চালুর খবরে সাধারণ মানুষের মধ্যে অনেক স্বস্তি ফিরে আসে।
কিন্তু ঘোষণা সত্ত্বেও রেলভবন ট্রেনপরিষেবা সচল করেনি, কেন? রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেন, দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। রেলসংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় নয়, বিষয়টি হচ্ছে এর নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শুধু কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।