শ্রীনগরে মীর সরফত আলী সপু
নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে গিয়েছে

- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে গিয়েছে তারেক রহমান ও ড. ইউনুসের বৈঠকের পর এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সোমবার দুপুরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।
তিনি বলেন, তারেক রহমান ও ড. ইউনুসের সাম্প্রতিক বৈঠকের পর আগামী নির্বাচন নিয়ে দেশের মানুষ আশার আলো দেখছে। তবে দেশে ফ্যাসিস্ট শাসনের অবসান হলেও তাদের দোসররা এখনো সক্রিয়। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, অ্যাডভোকেট জসিম মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ডক্টর মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর পরে তিনি ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ ও কামারগাঁও আইডিয়াল স্কুলে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বিক্ষ রোপন করেন।