সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
মানহীন তকমা দিয়ে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একারণে ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। মেডিকেল কলেজ রক্ষার্থে ১৬ মার্চ রোববার সকাল থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও স্থানীয়রা। নীলফামারী চৌরঙ্গীর মোড় অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় সংহতি প্রকাশ করে বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।
শহরের চৌরঙ্গী মোড়ে সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় বক্তারা দাবী করেন, রাজশাহীর আওতায় যেসব মেডিকেল কলেজ পরীক্ষায় অংশ গ্রহন করেছে তাদের মধ্যে ফলাফলের দিক থেকে অন্যতম নীলফামারী মেডিকেল কলেজ। তারপরও কিভাবে এ কলেজকে মানহীন ট্যাগ দেয়া হচ্ছে? এছাড়াও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবী মানহীন উল্লেখ করে কলেজ বন্ধ নয় বরং মান উন্নয়নে কাজ করবে সরকার। আর এই দাবী বাস্তবায়িত না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের।