নেওয়াশী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’ লীগ সভাপতি গ্রেফতার

- আপডেট সময় : ০২:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ?তি আমিনুল ইসলামকে আজ নেওয়াশী বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে নাগেশ্বরী পুলিশ।
নাগেশ্বরী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা নং:০১তাং ০১/০২/২০২৫ এজাহারভুক্ত আসামি তিনি। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায় চেয়ারম্যান থাকাকালীন কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে ইউনিয়ন পরিষদের ৫ জন চৌকিদার নিয়োগে প্রায় ২৫ লক্ষ টাকার বাণিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে নিলাম ছাড়া সরকারি গাছ অবাধে কর্তন করেছেন। নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান মামলার মাধ্যমে অভিযুক্ত আসামীকে জেল হাজতে পাঠানো হবে।