ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নেছারাবাদে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেছারাবাদ উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। গতকাল শনিবার পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের পর্দা উন্মোচন করেন।
খেলা শুরুর পূর্বে আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন একটি আকর্ষণীয় পেনাল্টি শটের মাধ্যমে ম্যাচের উদ্বোধন করেন। পরে তিনি খেলোয়াড়, আয়োজক ও উপস্থিত দর্শকদের উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন।
তিনি বলেন, “যুব সমাজকে সুস্থ ধারার ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানান, আগামী কয়েকদিন ধরে বিভিন্ন দলের অংশগ্রহণে ধারাবাহিকভাবে খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় :

নেছারাবাদ উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। গতকাল শনিবার পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের পর্দা উন্মোচন করেন।
খেলা শুরুর পূর্বে আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন একটি আকর্ষণীয় পেনাল্টি শটের মাধ্যমে ম্যাচের উদ্বোধন করেন। পরে তিনি খেলোয়াড়, আয়োজক ও উপস্থিত দর্শকদের উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন।
তিনি বলেন, “যুব সমাজকে সুস্থ ধারার ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানান, আগামী কয়েকদিন ধরে বিভিন্ন দলের অংশগ্রহণে ধারাবাহিকভাবে খেলা অনুষ্ঠিত হবে।