সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে এক হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এ বন বিভাগের উদ্যোগে এক হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউছুপ, ওয়াইল্ড লাইফ এন্ড বায়োডাইভারসিটি কনজারভেশন কর্মকর্তা ইব্রাহিম খলিল এবং নোবিপ্রবির এস্টেট এন্ড হাউজিং শাখার ম্যানেজার ড. আ.স.ম. শরিফুর রহমান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবি প্রাঙ্গণকে সবুজায়নের পাশাপাশি উপকূলীয় এলাকার পরিবেশগত সমস্যা মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।