নোয়াখালীতে আঞ্চলিক ইতিহাস চর্চা বিষয়ক সেমিনার
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে “আঞ্চলিক ইতিহাস চর্চা” বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এফ. ইসলাম হেরিটেজ আর্কাইভসের উদ্যোগে “আঞ্চলিক ইতিহাস চর্চা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দেশি-বিদেশি বিশিষ্ট লেখক, গবেষক, ইতিহাসবিদ ও সাহিত্য অনুরাগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের বিশিষ্ট লেখক, গবেষক, ইতিহাসবিদ ও সাংবাদিক, বাংলার রেনেসাঁ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব আজিজুল হক। এছাড়াও ভারতীয় গবেষক নূরনবী জমাদার, “আবাবিল” পত্রিকার সম্পাদক ও মরমী কবি জানে আলমসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ আলোচনায় অংশ নেন।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আঞ্চলিক ইতিহাস চর্চা জাতীয় ইতিহাসকে সমৃদ্ধ করে এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





















