নোয়াখালীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বিএনপি নেতার দুই ভাইও রয়েছেন। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গতকাল বুধবার ঘটনাটি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চরআলগী, রামবল্লবপুর ও দক্ষিণ জগদানন্দ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোষবাগ ইউনিয়নের চরআলগী গ্রামের আবুল বাসারের ছেলে ও ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবরের ভাই জাকের হোসেন সোহাগ (৩২) ও মোশারফ হোসেন (২৮), রামবল্লবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মিরাজ ওরফে মেহেরাজ হোসেন (২০) এবং দক্ষিণ জগদানন্দ গ্রামের ছেরাজুল হকের ছেলে নূর উদ্দিন ওরফে সাগর (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চরআলগী বাজারের পশ্চিম পাশে ভুলু ডুবাই আলার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে আরও একটি অভিযানে মোশারফকে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। একইদিন বিকালে আবারও অভিযান চালিয়ে জাকের হোসেন সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরচক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবর অভিযোগ নাকচ করে বলেন, “তাদের গ্রেপ্তারের খবর শুনেছি। তবে আমার প্রভাব খাটিয়ে তারা কোনো অবৈধ কাজ করতে পারে না। তারা তাদের মতো চলে, আমি সাধারণভাবে রাজনীতি করি।”
ওসি শাহীন মিয়া জানান, আটক চারজনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধারকৃত পাঁচটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।


















