ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরে সুলভ মূল্যে পণ্য দ্রব্য বিক্রি

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান উপলক্ষে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, ডিমসহ বিভিন্ন পণ্য দ্রব্য। শনিবার (১ মার্চ) ২০২০৫ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত মূল্যে যে কেউ পণ্য দ্রব্য গুলো কিনতে পারবেন। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি এক কেজি গরুর মাংস, ১২ পিস ডিম, এক লিটার দুধ এবং একটি ব্রয়লার মুরগী কিনতে পারবেন। এজন্য কোন ভোটার আইডি কার্ড বা কাগজপএের প্রয়োজন নেই। বক্তারা বলেন, রমজান আসলেই প্রতিবছর বিভিন্ন কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্যদ্রব্য বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ এই সেবা গ্রহণ করে উপকৃত হবে।
মাসব্যাপী এই সুলভ মূল্যে পণ্য নিয়মিত পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরে সুলভ মূল্যে পণ্য দ্রব্য বিক্রি

আপডেট সময় : ১২:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

পবিত্র রমজান উপলক্ষে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, ডিমসহ বিভিন্ন পণ্য দ্রব্য। শনিবার (১ মার্চ) ২০২০৫ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত মূল্যে যে কেউ পণ্য দ্রব্য গুলো কিনতে পারবেন। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি এক কেজি গরুর মাংস, ১২ পিস ডিম, এক লিটার দুধ এবং একটি ব্রয়লার মুরগী কিনতে পারবেন। এজন্য কোন ভোটার আইডি কার্ড বা কাগজপএের প্রয়োজন নেই। বক্তারা বলেন, রমজান আসলেই প্রতিবছর বিভিন্ন কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্যদ্রব্য বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ এই সেবা গ্রহণ করে উপকৃত হবে।
মাসব্যাপী এই সুলভ মূল্যে পণ্য নিয়মিত পাওয়া যাবে।