কুয়াকাটা সমুদ্র সৈকত
পরিবেশ রক্ষায় পৌরসভার উদ্যোগে শতাধিক তালের চারা রোপণ
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
গতকাল শনিবার কুয়াকাটা সমুদ্রসৈকতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই চারা রোপণ কার্যক্রম পরিচালিত হয়।
তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক, সেইসাথে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক বেড়া হিসেবে কাজ করে। এ কারণেই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
চারা রোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন আনু, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক হোসাইন আমির, পৌরসভার নিম্নমান সহকারী জয়দেব গয়ালীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
কুয়াকাটা পৌরসভার নিম্নমান সহকারী জয়দেব গয়ালী বলেন,
মাননীয় পৌর প্রশাসক মোঃ ইয়াসমিন সাদেক স্যারের নির্দেশনায় প্রথম পর্যায়ে শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো সৈকত এলাকায় আরও হাজারো তালগাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে কুয়াকাটাকে শুধু একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবেই গড়ে তোলা হবে না, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তারা বলেন, পরিবেশ রক্ষায় এ ধরণের উদ্যোগ প্রশংসনীয় এবং উপকূলীয় অঞ্চলগুলোর জন্য এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।

















