সংবাদ শিরোনাম ::   
                            
                            পলাশবাড়ীতে ইটভাটা মালিকদের বিভিন্ন দাবী তুলে ধরে স্মারকলিপি প্রদান
 
																
								
							
                                
                              							  শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ১৯৬ বার পড়া হয়েছে
ইটভাটা শিল্পের টিকে থাকা ও পরিবেশবান্ধব প্রযুক্তির স্বীকৃতির দাবিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ৩৫-৪০ বছর ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটভাটা মালিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকার নির্দেশিত আধুনিক জিগজাগ প্রযুক্তির ইটভাটা স্থাপন করেও মালিকগণ নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। স্মারকলিপিতে ইটভাটা মালিকরা আরও উল্লেখ করেন, দেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক এই খাতের সঙ্গে যুক্ত, যা সরাসরি প্রায় ২ কোটি মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে সম্পর্কিত। ইটভাটা বন্ধ হলে এই বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে এবং ব্যাংকগুলো প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ আদায় করতে পারবেনা।
স্মারকলিপি প্রদান শেষে বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক রুবেল, ভাটা মালিক বদিয়ার, সাইদার, অন্তর, আমিনুল। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চাঁন মিয়া, সাংবাদিক মতিন মোহাম্মাদ। বক্তরা বলেন, যদি দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা না হয়, তবে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে আবারও স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।#
 
																			


















